অটো ইনফ্লামাটরি রোগ 


বিবরণ 2016
diagnosis
treatment
causes
Autoinflammatory Diseases
অটো ইনফ্লামাটরি রোগ
ব্লাউ সিনড্রম ক্যান্ডল ক্যাপস অথবা সিআরএমও ডিআইআরএ ফ্যামিলিয়াল মেডিটিরিয়ান ফিভার মাজেদ কি ন্যাল্প-১২ রিলেটেড রিকারেন্ট ফিভার পাপা সিনড্রোম পিফাপা
evidence-based
consensus opinion
2016
PRINTO PReS




ব্লাউ সিনড্রম


ক্যান্ডল


ক্রাইওপাইরিন অ্যামেসিয়েটেড পিরিয়ডিক সিনড্রোম (ক্যাপস)


দীর্ঘমেয়াদী অসংক্রমন অষ্টিওমাই লাইটিস/অষ্টিরাইটিস (অথবা সিআরএমও)


ডেফিসিয়েন্সী অফ আইএল-১ রিসেপটর এন্টাগোনিস্ট (ডিআইআরএ)


ফ্যামিলিয়াল মেডিটিরিয়ান ফিভার


মাজেদ কি


মেভালোনেট কাইনেজ ডেফিসিয়েন্সি (এম কে ডি) অথবা হাইপার আইজিডি সিনড্রোম


ন্যাল্প-১২ রিলেটেড রিকারেন্ট ফিভার


পাপা সিনড্রোম


পিফাপা


টিউমার নেকরোসিস ফ্যোকটর রিসেপটর এসোসিয়েটেড পিরিওডিক সিনড্রোম (ট্রাপস) অথবা ফ্যামিলিয়াল হাবারনিয়ান ফিবার


স্বপ্রদাহ সৃষ্টিকারি রোগসমূহ সম্পর্কে সাধারন ভূমিকা

সাধারন ভূমিকা
গবেষনার সাম্প্রতিক উন্নয়নে এটাই প্রতীয়মান হয়যে, কিছু কিছু দূর্লভ জ্বর জীনগত ত্রুটির কারনেও হতে পারে। এদের মধ্যে অনেক ক্ষেত্রে পরিবারের অন্য সদস্যরাও ঘন ঘন জ্বরে আক্রান্ত হয়।

"জীনগত ত্রুটি" বলতে কি বুঝি ?
জীনগত ত্রুটি বলতে বোঝায় একটি জীন মিউটেশন নামক ঘটনার মাধ্যমে পরিবর্তিত হয়। এই মিউটেশন জীনের কাজকে পরিবর্তন করে দেয়। সেটা না শরীরে বিভিন্ন ভূল তথ্য/বার্তা প্রদান করে এবং যার কারনে রোগের সৃষ্টি হয়। প্রতিটি কোষের মধ্যে প্রতিষ্টা জীনের দুইটির কপি থাকে। যার একটি কপি আসে মায়ের কাছ থেকে এবং আরেক কপি আসে পিতার কাছ থেকে। জীনগত উত্তরাধিকার দুই প্রকারঃ
প্রচ্ছন্নঃ এই ক্ষেত্রে জীনের দুইটা কপিই মিউটেশন বহন করে। পিতামাতা তাদের দুটি জীনের শুধুমাত্র একটি জীনে মিউটেশন বহন করে। তারা অসুস্থ হয়না কারন যদি দুটি জিনেই আক্রান্ত হয় তখনই রোগ হয়। পরবর্তী বাচ্চার ক্ষেত্রে পিতামাতার কাছ থেকে মিউটেশন পাওয়ার সম্ভাবনা প্রতি চারজনের মধ্যে একজনের।
প্রকটঃ এই ক্ষেত্রে একটি মিউটেশনই রোগ প্রকাশ করার জন্য যথেষ্ট। যদি পিতামাতার মধ্যে একজন অসুস্থ হয়। তাহলে বাচ্চার মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রতি দুইজনের মথে একজন।
এমনও হতে পারে পিতামাতার কেউই মিউটেশন জীন বহন করেনা। সেক্ষেত্রে তাকে ডি-নভো মিউটেশন বলা হয়। এক্ষেত্রে শিশুর গর্ভাবস্থায় জীন আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। যদিও তাত্ত্বিকভাবে অন্য শিশুর এক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই (স্বাভাবিকের থেকে বেশিনা) কিন্তু আক্রান্ত শিশুর পরবর্তী প্রজন্মের আক্রান্ত হওয়ার সম্ভাবনা ডোমিনেন্ট মিউটেশন এরম ত (প্রতি দুই জনের মধ্যে একজন)

বংশগত ত্রুটির ফলশ্রুতি কি ?
মিউটেশন বিশেষ বিশেষ প্রোটিনের উৎপাদনে এবং এর কার্যকারীতায় প্রভাব ফেলে। এই পরিবর্তীতে প্রোটিনের প্রভাবে প্রদাহ জনিত রোগ হয় এবং সুস্থ মানুষের দেহে যা প্রদাহ সৃষ্টি করতে পারেনা তাদেরকে তরান্বিত করে। যার ফলে আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর এবং প্রদাহ হয়।


 
সাহায্যকারী
This website uses cookies. By continuing to browse the website you are agreeing to our use of cookies. Learn more   Accept cookies