বাংলাদেশ

বিবরণ 2016


এই ওয়েবসাইটটি পেডিয়েট্রিক রিউমাটোলজী ইন্টারন্যাশনাল ট্রায়াল অর্গানাইজেশন PRINTO এবং পেডিয়েট্রিক রিউমাটোলজী ইউরোপিয়ান সোসাইটি PRES এর মধ্যে একটি সহযোগিতার ফল। যা SHARE নামে পরিচিত একটি ইউরোপিয়ান প্রকল্পের মাধ্যমে অর্থায়ন করা হয়েছে।
"Single Hub and Access point for paediatric Rheumatology in Europe" (acronym SHARE, project number 2011 1202) এই প্রকল্পের লক্ষ্য হলো বাতগ্রস্থ রোগে আক্রান্ত শিশুদের যতেœর জন্য সকল দেশে সুপারিশ প্রদান করা।

PRINTO (www.printo.it) একটি অলাভজনক আন্তর্জাতিক পাবলিক নেটওয়ার্ক যা ১৯৯৬ সালে ১৪টি ইউরোপিয়ান দেশ নিয়ে প্রতিষ্টিত হয়েছিল (বর্তমানে এর প্রায় ৮০টি দেশে, ৪৯০টি কেন্দ্র এবং ১১৮০ সদস্য রয়েছে) যার লক্ষ হচ্ছে, সহজতর, সহযোগীতাপূর্ণ পালন এবং পারস্পরিক উন্নয়ন, যোগাযোগ, পর্যালোচনা এবং গবেষনায় প্রাপ্ত ফলাফলের মাধ্যমে ঔষধের কার্যকারিতা ও নিরাপত্তা এবং জীবনের মান ও পরিনতি নির্ণয় করা বাতগ্রস্ত রোগে আক্রান্ত শিশুদের জন্য।. PRINTO প্রাতিষ্ঠানিক ও ক্লিনিক্যাল কেন্দ্র নিয়ে গঠিত যা সক্রিয় ভাবে বাতগ্রস্ত শিশুদের গবেষনা ও ক্লিনিক্যাল যতেœর সাথে জড়িত।

PRES (https://www.pres.eu/) ইউরোপীয় স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য আন্তর্জাাতিক বৈজ্ঞানিক সমাজ (এবং অইউরোপীয়রা সহযোগী সদস্য হিসেবে) যা শিশু বাতরোগ সংক্রান্ত ক্ষেত্রে কাজ করে।. PRES মিশন শিশু বাতগ্রস্ত রোগের জ্ঞান উন্নীত করা। এই ক্ষেত্রের গবেষনা উদ্দীপিত করে। বৈজ্ঞানিক সভা ও প্রকাশনার মাধ্যমে জ্ঞান প্রচার, ভাল ক্লিনিক্যাল প্রাক্টিস এর জন্য নির্দেশিকা এবং মান প্রদান, শিশু বাতগ্রস্ত রোগের অনুশীলনের জন্য চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্য সেবা পেশাদারদের নির্দেশনা ও মান প্রদান।

PRINTO এবং PRES গবেষনা সম্পর্কিত কাজে পরস্পরের সহযোগী।

এই ওয়েবসাইটটি তিন ভাগে বিভক্ত।
প্রথম ভাগের লক্ষ্য হলো শিশুর বাতগ্রস্ত রোগ সম্পর্কে পরিবারকে অবহিত করা। এই ভাগটি সুনির্দিষ্ট ভাবে একদল চিকিৎসক ও স্বাস্থ্য পেশাজীবীদের দ্বারা লিখিত যারা PRINTO/PRES/SHARE এর সাথে জড়িত এবং বিভিন্ন পারিবারিক সংগঠনের প্রতিনিধি দ্বারা সংশোধন করা হয়েছে। (অবদানকারী)

দ্বিতীয় ভাগে রয়েছে শিশু বাতগ্রস্থ কেন্দ্রের ঠিকানা যার চিকিৎসকগণ PRINTO এবং PRES এর সদস্য। একটি লিখিত প্রশ্নাবলীর মাধ্যমে তথ্যগুলো একত্রিত করা হয় যার পরিকল্পনা SHARE এর সম্ববয়কারীরা করেন এবং PRINTO এবং PRES পৃথিবীর সকল শিশু বতগ্রস্থ কেন্দ্রে এই তথ্য পাঠিয়ে থাকেন। এই তালিকাটি প্রতিনিয়ত ভাবে পরিমার্জন করা হয় কিন্তু সম্পূর্ণ করার দাবি করে না। এই তালিকাটি নির্দিষ্ট সময় পরপর PRINTO এবং PRINTO এর জাতীয় সম্বনয়কারী দ্বারা সংশোধন করা হয়।

তৃতীয় ভাগে বিভিন্ন দেশের পারিবারিক সাহায্য সমিতির তালিকা করা হয়। এই সংখ্যা গুলোর মুখ্য উদ্দেশ্য হলো পরিবার গুলোকে উপদেশ দেওয়া যাতে তারা দৈনন্দিন সমস্যা ও প্রতিবন্ধকতার সাথে মানিয়ে নিতে পারে।


 
সাহায্যকারী
This website uses cookies. By continuing to browse the website you are agreeing to our use of cookies. Learn more   Accept cookies